ইউটিলিটি ডেনিম ওভারসাইজ শার্ট লঞ্চ লেভিসের

দীপিকা পাডুকোনের হাত ধরে ৯০ দশকের লোজার এবং ব্যাগিয়ার সিলুয়েট একটি নতুন রূপে ফ্যাশনে ফিরিয়ে আনল লিভাইস। বলাবাহুল্য এটি লিভাইস-এর উদ্যোগে সিজন ৩ লঞ্চ করল ব্যাগিয়ার। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল লঞ্চ হতেই ব্যাগিয়ার একটি নতুন আপগ্রেড পেয়েছে। ব্যাগিয়ার এই তৃতীয় কালেকশনটি একটি স্ট্রিটওয়্যার-অনুপ্রাণিত। যা অত্যন্ত আরামদায়ক এবং ফ্যাশনেবেল। লিভাইস স্টোর, Levi.in এবং নির্বাচিত ই-কমার্স প্ল্যাটফর্মে উপলবদ্ধ।

ব্যাগিয়ার এই তৃতীয় কালেকশনেটি সুন্দর পীচ কালারের মধ্যে একটি রিবুট করা ইউটিলিটি ডেনিম ওভারসাইজ শার্ট। একটি বিশাল  ইউটিলিটি পকেট সহ ডুয়াল-টোন বোনা ডেনিম ফিনিস কো-অর্ড সেট। যা দীপিকা পাডুকোন তাঁর নিজস্ব ফ্যাশন শৈলীর মাধ্যমে খুব সহজেই ফুটিয়ে তুলেছেন। দীপিকার কথায়, এখন পর্যন্ত লীভাইস ব্যাগিয়ারের যে ৩টি সিজন লঞ্চ হয়েছে তার মধ্যে এটি তাঁর সবচেয়ে প্রিয়। 

লেভি স্ট্রস অ্যান্ড কোং-এর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ম্যানেজিং ডিরেক্টর  আমিশা জৈন বলেন, এই তৃতীয় কালেকশনটি লেভিস-এর একটি সৃজনশীল পুনর্কল্পনা। যা ৯০-এর দশকের অতিরঞ্জিত প্রিন্ট, টেক্সচার, প্যাটার্নকে বর্তমানের মানানসই স্ট্রিটওয়্যারের সাথে যুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *