আর জি কর কান্ডের জন্য সরকারের দেবা পুজোর অনুদান গ্রহণ করা হবে কিনা সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, জলপাইগুড়ির ঐতিহ্যবাহী পুজো বাবুপাড়া দুর্গাপূজা। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের এই বাবুপাড়া পৌর সভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কাউন্সিলর। সোমবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী চেনা পরিচিত পুজোগুলোর মধ্যে একটি এই বাবু পাড়া দুর্গাপূজা কমিটি, এবার তাদের ১১৪ তম বছরে পদার্পণ করল।
খুঁটি পুজোর মাধ্যমে এই দুর্গাপুজোর সূচনা হয়। সকাল থেকেই পাড়ার বাসিন্দারা মিলিত হয়ে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয়। এ বিষয়ে বাবুপাড়া দুর্গাপূজা কমিটির প্রবীণ সদস্য তথা উত্তরবঙ্গের অন্যতম খ্যাতনামা প্রাক্তণ ফুটবল খেলোয়াড় সন্তু চ্যাটার্জী বলেন এবার আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য রাজ্যে সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা পূজার অনুদান নেওয়া হবে কি না তা আলোচনা হবে।তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।