পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীপতিপুর, পরমবুয়া, কইকালা, আনুর ও সুদর্শন মোড়ে প্রায় ৪০০০ জনের টীকাকরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক।
প্রধানত পশ্চিমবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ভ্যাক্সিনেশন ক্যাম্প পরিচালনা করা হয়েছে এবং প্রায় ৮৭৫০ জনের টীকাকরণ সম্পন্ন করা হয়েছে উজ্জীবন এসএফবি’র পক্ষ থেকে। এই ব্যাংকের নিজস্ব কর্মীরাই এই টীকাকরণ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করেছেন। এই কর্মীরাই ভ্যাক্সিনেশনের গুরুত্ত্ব বিষয়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছেন এবং সাধারন মানুষকে টীকাগ্রহণে উৎসাহিত করেছেন।
দেশব্যাপী অতিমারির ভাইরাস দমনের কাজে সহযোগিতায় নিয়োজিত প্রাইম মিনিস্টার কেয়ার্স তহবিলে ১০০০,০০০ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক।