ই-কমার্স প্ল্যাটফর্ম উড়ান (udaan) এক ঘোষণায় জানিয়েছে, তারা দেশের ১০০০টি নগর ও শহরে কমবেশি ৫০ মিলিয়ন অর্ডারের ভিত্তিতে এসেনশিয়ালস ক্যাটাগরিতে (ফ্রেশ, এফএমসিজি, স্টেপলস, ফার্মা) ২০-লক্ষ টন ও নন-এসেনশিয়ালস ক্যাটাগরিতে (ইলেক্ট্রনিক্স, সাধারণ পণ্যদ্রব্য ও লাইফস্টাইল) ২৬০ মিলিয়ন পণ্য সরবরাহ করেছে। ২০২১ সালে ভারতের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (B2B) প্লাটফর্ম উড়ান-এ পাঁচ লক্ষেরও বেশি নতুন খুচরা বিক্রেতা ও কিরানা দোকানের মালিক যোগ দিয়েছেন।
এই সময়কালে উড়ান প্ল্যাটফর্মে ৬২৫ জনেরও বেশি বিক্রেতা প্রত্যেকে ১-কোটি টাকার পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন।সাফল্য প্রসঙ্গে উড়ান-এর কো-ফাউন্ডার ও সিইও বৈভব গুপ্ত বলেন, গত ৫ বছরে তারা যেসব ক্ষেত্রে বিনিয়োগ করেছেন ও প্রতিষ্ঠিত হয়েছেন সেগুলি হল – সলিড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এফিসিয়েন্ট সাপ্লাই চেইন, স্ট্রং সোর্সিং ও লেন্ডিং ক্যাপাবিলিটি এবং অ্যাডভান্সড টেক প্ল্যাটফর্ম।
এইসব কারণে উড়ান অন্যদের থেকে স্বতন্ত্র হতে উঠতে পেরেছে। এই পরিবর্তনের পথিকৃৎ হতে পেরে উড়ান গর্বিত। একে তারা ‘ভারত কা ই-কমার্স’ নামে অভিহিত করেছেন। উড়ান ভারতের লক্ষ লক্ষ কিরানা দোকান, খুচরা বিক্রেতা ও ছোট ব্যবসাকে উপকৃত করছে বলে উল্লেখ করেন তিনি।