উবের চালু হল ইম্ফল ও ইটানগরে

উবের উত্তরপূর্বাঞ্চলে তাদের উপস্থিতির প্রসারণ ঘটালো – ইম্ফল ও ইটানগরে লঞ্চ হল ‘উবের মোটো’। অগ্রণী রাইডশেয়ারিং প্লাটফর্ম উবের ইতিমধ্যেই ‘উবের মোটো’ নিয়ে উপস্থিত রয়েছে আইজল ও শিলঙে, গুয়াহাটিতে রয়েছে ‘উবের গো’ ও ‘উবের মোটো’ নিয়ে এবং ডিমাপুর ও আগরতলায় রয়েছে ‘উবের অটো’ নিয়ে।

ইম্ফল ও ইটানগরে লঞ্চের ফলে ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্যে উবের হয়ে দাঁড়াল একমাত্র রাইডশেয়ারিং কোম্পানি।

উবেরের উদ্দেশ্য হল দেশের শহরগুলিতে কনভেনিয়েন্ট, অ্যাফোর্ডেবল ও সেফ মোবিলিটি সলিউশন প্রদান করা, যাতে সহজেই উবের অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের রাইড সম্ভব হতে পারে। উত্তরপূর্বাঞ্চলে উবেরের সম্প্রসারণের ফলে যাত্রীদের জন্য ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা প্রদান করা সম্ভবপর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *