পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তাবিত দিন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছাবে লক্ষিমপুরের নীতিন দাস এবং উত্তর প্রদেশের বাসিন্দা অজয় মিশ্র।
গত ৯ই নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনো মন্দির, পেট্রোল পাম্প ,কখনো আবার বিশ্রমাগার তাদের সাময়িক আস্তানা।
জানা গিয়েছে, নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময় কেদারনাথে উত্তর প্রদেশের যুবক অজয় মিশ্রের সাথে তার পরিচয় হয়। পরিচয় হতেই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তারা পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির যাবেন। সাইকেল চালিয়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়ে ওঠেনা, সেজন্য সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিতে পায়ে হেঁটেই যাত্রার সিদ্ধান্ত।
পরিবেশ রক্ষার্থে যাতে ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার না করা হয়। পাশাপাশি জল খেয়ে জলের বোতল যেখানে সেখানে না ফেলে যাতে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।পথে চলতে চলতে সাধারণ মানুষকে এই বার্তা দিচ্ছে দুই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *