নতুন খেতাবের তালিকায় কলকাতার দুই বিশ্বাবিদ্যালয়। ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-এর প্রথম দশে জায়গা করে নিল বাংলার দুটি বিশ্ববিদ্যালয়, কলকাতা এবং যাদবপুর। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্মেসি, ম্যানেজমেন্ট, রিচার্জ সব ধরনের ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশিত হয়। আইআইটি মাদ্রাজ ওভারঅল ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছে, এদিকে আইআইএসসি বেঙ্গালুরু দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বম্বে। অন্যদিকে কলেজ ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছেন মিরান্ডা কলেজ। প্রথম পাঁচ রিসার্চ ইনস্টিটিউটের তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। অন্যদিকে প্রথম ১০ ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পঞ্চম স্থান পেয়েছে আইআইটি খড়গপুর। আবার কলেজ ক্যাটাগরিতে চতুর্থ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ম্যানেজমেন্ট ইন্সটিটিউট তৃতীয় স্থানে রয়েছে আইআইএম ক্যালকাটা। ওভারঅল ক্যাটাগরিতে প্রথম ১০-এর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। চতুর্থ স্থানে আছে কলকাতা, এদিকে যাদবপুর রয়েছে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অষ্টম স্থানে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রকাশ করেছেন এই তালিকা।
উল্লেখ্য, গতবারের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল সপ্তম স্থানে। তাই অবশ্যই এবার আরও বেশি সফল এই বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, গতবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থানে ছিল। এবার তিন ধাপ নেমে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। এই এনআইআরএফ তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান পেয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এর পরে রয়েছে যথাক্রমে অমৃতা বিশ্ব বিদ্যাপিঠ, জামিয়া মিলিয়া, মনিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইউনিভারসিটি অফ হায়দরাবাদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।