তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু। প্রখর রোদ মাথায় নিয়েই হর হর মহাদেব বলতে বলতে ছুটে চলেছে জাতীয় সড়ক ধরে। নতুন অ্যাডভেঞ্চারের আশা ভুলিয়েছে গরমের কষ্ট।বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্ট্যান্ডিং শু পায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক।
একজন চাউলহাটির বাসিন্দা আশীষ সমাদ্দার, অন্যজন ৭৩ মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায়।শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাঁদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন তাঁরা।বেলা ১২টায় প্রখর রোদ মাথায় নিয়েই শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাঁদের।
জগন্নাথ জানাল, তিন যুবকের অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্যান্ডিং শু পরে কেদারনাথে যাওয়া। কিন্তু গত তিন বছর ধরে হয়ে উঠছিল না। তবে এতদিনে সেই সুযোগ হয়েছে। রোজ সর্বাধিক ১০০ কিমি পথ পারি দেবেন তাঁরা। নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়ে গরমের কষ্ট ভুলে গিয়েছে তিন বন্ধু।