দল বদল করতে পারেন দুই বিজেপি নেতা

আবার শুরু হয়েছে দল বদলের হিড়িক। জল্পনা উঠেছে তুঙ্গে। পুজোর আগেই যাবার রাজ্যের শাসকদল ফিরতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস। আবারও জোড়াফুলে দল ভারী করতে দেখা যাবে তাদেরকে। ২০২১ সালে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। ঘাসফুল শিবিরে থেকেও বারবার বিতর্কে জড়িয়েছিল শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। অবশেষে জল্পনায় জল ঢেলে ঠিক নির্বাচনের আগেই করেছিলেন দলবদল। একে একে পদ্ম শিবিরে পাল্লা ভারী করল। যদিও এই বিষয়ে শাসকদলের শীর্ষ নেতৃত্বরা মুখ খোলেননি।

উল্লেখ্য, বিপুল জনসমর্থনকে কাজে লাগিয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসে ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনে গোহারা হারে বিজেপি। আর তারপরই রাজনীতির ময়দানে ফের সমীকরণের বদল। ইতিমধ্যে পদ্মের কাঁটা সরিয়ে তৃণমূলে যোগ দিলেন সপুত্র মুকুল রায়। বিজেপিতে থাকলেও রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

এদিকে, নারদ মামলায় মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে গেরুয়া শিবির ত্যাগ করেন দীপেন্দু বিশ্বাস। তিনিও ইতিমধ্যেই তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন। অন্যদিকে, জোড়াফুল শিবিরে ফেরার ইচ্ছাপ্রকাশ করে আবেগপূর্ণ টুইট করেছেন সোনালি গুহও। এমনকি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর ভাইয়ের পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতেও দেখা গিয়েছে সোনালিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *