অনিয়ম নিয়ে একুশজন ছাত্রীকে জিজ্ঞেসাবাদের নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষার্থীদের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, নবম-দশম শ্রেণির শিক্ষক পদে শারীরশিক্ষা বিষয়ে ১০১৯ জনকে নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু এই নিয়োগে অনিয়ম হয়েছে৷ বহু অযোগ্য প্রার্থী সুযোগ পেয়েছেন৷

এই দাবিতে কলকাতায় ধর্নাও শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই মামলায় ২১ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ তাঁদের সকলের বিরুদ্ধে প্রত্যেকের অ্যাকাডেমিক নম্বর এবং বয়স বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।

১৯৬ জন মামলাকারী বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করেছিলেন৷ তাঁদের অভিযোগ, মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়নি। সেই মামলায় শুনানি ছিল বুধবার৷ শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি৷ পাশাপাশি তিনি বলেন, বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ২১ জন প্রার্থীকে অবিলম্বে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই৷ ১৬ জানুয়ারি রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *