কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিন ভারতের বেশ ভালোই কেটেছে। ভারোত্তোলনে লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং-ও। জুডোতে আবার তুলিকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিত করেছেন।
হকিতে ভারতের মহিলা দল ৩-২ গোলে কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার কানাডাকে ৮-০ গোলে হারিয়েছে । বক্সিংয়ে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাস এবং নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন।উল্টোদিকে বাংলার ছেলে সৌরভ ঘোষাল ইতিহাস গড়েছেন । প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন।
আবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে হাই জাম্পে পদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন তেজস্বিন শঙ্কর। হাই জাম্পে কোনও ভারতীয় গেমসে পদক জিতলেন বপ্রথম বার । ব্রোঞ্জ জিতেছেন তেজস্বিন। এ ছাড়াও জুডো থেকে তুলিকা মান রুপো জিতে সবার নজর কেড়েছেন।