বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ। শুল্ক নিয়ে টানটান উত্তেজনা অব্যাহত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। শুল্ক মকুবের প্রস্তাব নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত নাকি এমন প্রস্তাব দিয়েছে যেখানে তারা কোনো শুল্কই নিতে চায় না আমেরিকার পণ্য থেকে।
এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি ট্রাম্পের বিরোধিতা না করলেও তিনি মন্তব্য করেন, যতক্ষণ না বাণিজ্য চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ কোনো পূর্ব ঘোষণা সম্ভব নয়।
বিদেশমন্ত্রী বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে জটিল আলোচনা পর্ব চলছে। বিষয়টিতে নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তাঁর মন্তব্য আসে ঠিক শুল্ক মকুব নিয়ে ট্রাম্পের দাবির পর। দোহায় মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, ভারত এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরণের শুল্ক বাতিল করে দিতে চায় তারা।