পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

তবে গত সপ্তাহেই পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই মতোই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে৷ সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে৷ মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ প্রবল বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়৷

বুধবার পর্যন্ত সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *