নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই প্রতিশ্রুতি দেওয়ার পরও, প্রধানপদে জয়ী তৃণমূল প্রার্থীর নাম বদলে দিয়েছে দল! এই অভিযোগে তৃণমূলের অফিসে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরাই।
যা নিয়ে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বারাসাত ২ ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ১৯টিই গেছে তৃণমূলের ঝুলিতে। একটিতে জয় পেয়েছে সিপিএম। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ নিয়েই কাড়াকাড়ি।
একাংশের অভিযোগ, ভোটের আগে থেকেই দল তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জয়ী প্রারিথী কৃষ্ণা পাত্রকে পঞ্চায়েত প্রধান করা হবে। তবে ভোট মিটতেই নাকি সব পাল্টে যায়। অভিযোগ বর্তমানে কৃষ্ণা পাত্রর বদলে মহেন্দ্র মণ্ডল নামে অন্য এক জয়ী পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত প্রধান করার চেষ্টা চলছে।