প্রায় একটা নাগাদ শুরু হবে তৃণমূল সুপ্রিমোর বক্তিতা

আজকের দিনের সমস্ত প্রস্তুতি শেষের পথে, মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হবে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। কয়েক হাজার লোকের জন্য ভিড়। ৩০ বছরে পা রাখতে চলেছে ২১ জুলাই শহিদ তর্পন অনুষ্ঠান। ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন দুপুর ১’টা নাগাদ, শোনানো হবে জায়ান্ট স্ক্রিনে।

মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক প্রথম সারির নেতা। রাজনৈতিক মহলের বাইরে সাহিত্য, শিল্প জগতের ব্যক্তিত্বদের এই সমাবেশে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে বয়ে গেছে রক্ত গঙ্গা। বহু মানুষের প্রাণহানি দেখে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবার কোনও উদযাপন হবে না। ২১ জুলাই এবার হবে শ্রদ্ধা দিবস। ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। দুপুর ১’টায় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে নেত্রীর বক্তৃতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *