আজ সংবিধানের কপি নিয়ে সংসদের গেটে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা

সংসদের প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা। একদিকে নিট বিতর্ক, অন্যদিকে প্রোটেম স্পিকার নিয়ে তরজা, একাধিক ইস্যুতে এবার সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধী ইন্ডিয়া জোট। গোটা দেশ উত্তাল নিট ও নেট বিতর্ক নিয়ে। দুই পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর।

এবার সংসদেও এই ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজে বলেছেন যে তিনি নিট ইস্যু সংসদে তুলবেন এবং পড়ুয়াদের বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সূত্রের খবর, নিট নিয়ে  সংসদে কী রণকৌশল হবে, তা নিয়ে আজ আলোচনায় বসতে পারে  ইন্ডিয়া জোট। পাশাপাশি ডেপুটি স্পিকার পদের দাবিতে অনড় বিরোধীরা।

ইন্ডিয়া জোট ডেপুটি স্পিকারের দাবি জানাবে। প্রোটেম স্পিকার নিয়েও বিতর্ক তুমুল। সাতবারের বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা নিয়ে সুর চড়াবে বিরোধীরা। জানা গিয়েছে, আজ সকালে ইন্ডিয়া জোটের সদস্যদের সংসদ চত্বরে একজোট হতে বলা হয়েছে। তারা ২ নম্বর গেটের সামনে, যেখানে গান্ধী মূর্তি ছিল, সেখানে জমায়েত হবেন। তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সদস্যদের সংবিধানের এক কপি নিয়ে আসতে বলা হয়েছে।