মাদারিহাটের উপনির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, দলের প্রার্থী জয় প্রকাশ টোপ্পো মাদারিহাট উপনির্বাচনে বিজয়ী হয়েছেন, দলের ইতিহাসে প্রথমবারের মতো ২৮,০০০ ভোটের বিশাল ব্যবধানে আসনটি নিশ্চিত করেছেন তিনি। এই নির্ণায়ক জয় বিজেপি সাংসদ মনোজ টিগ্গা-র নির্বাচনী এলাকা থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মাদারিহাটের মানুষ দ্ব্যর্থহীনভাবে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সরকারকে সমর্থন করেছে।

জয়ের উদযাপন শুরু হয়েছে মাদারিহাটে, জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক এবং দলের অন্যান্য নেতাদের সাথে নির্বাচনী এলাকায় একটি বিশাল বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন জয় প্রকাশ টোপ্পো। হাজার হাজার উচ্ছ্বসিত তৃণমূল কর্মী ব়্যালিতে যোগ দিয়েছেন, সবুজ আবির রাস্তায় উড়িয়েছেন। মাদারিহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, জয় প্রকাশ টোপ্পো বলেছেন, “আমি মাদারিহাটের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের পক্ষে ভোট দিয়েছেন এবং আমাদের জয় নিশ্চিত করেছেন। আমি এই জয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি।”

উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে তৃণমূলের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির ওপর ধারাবাহিকভাবে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, মাদারিহাটে জনগণ বাংলা-বিরোধীদের প্রত্যাখ্যান করেছে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “A special thanks to the people of Madarihat for giving us the opportunity to serve you for the first time. I bow before the people of West Bengal for democratically dismantling the Bangla Birodhis, their fake narratives and reaffirming their trust in us.”