কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

চা বলয়ের শ্রমিকদের ২০% পুজোর বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়।
সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয়, ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্তু সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ই অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনরা। শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি চা বাগানে চলছে গেট মিটিং। এদিন গেট মিটিং এ সামিল হয়েছে শ্রমিকরা।
শ্রমিকরা স্পষ্ট জানান, ২০% বোনাস তাদের লাগবেই। এদিন মালঙ্গী,ভার্ণাবাড়ি,কালচিনি,ডীমা,রায়মাটাং সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *