আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালনের পুণ্যতিথি

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। সব ভক্ত বৃন্দরা ভক্তিভরে পালন করবে জন্মাষ্টমী। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর বুধবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে দুপুর ৩.৩৭ মিনিটে। জন্মাষ্টমী তিথি থাকবে আগামিকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪.১৪ মিনিট পর্যন্ত। ফলে ভক্তরা দীর্ঘ সময় ধরে এই পার্বণ পালন করতে পারবেন।

যাঁরা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাঁদের একদিন আগে অর্থাৎ সপ্তমী তিথি থেকে সাত্তিক আহার ও সাত্তিক আচরণ পালন করা দরকার৷ জন্মাষ্টমী ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সঙ্কল্প স্থাপন করেন ব্রতীরা৷ পুজোর সময় দেবকী, বাসুদেব, বলভদ্র, নন্দ, যশোদা এবং দেবী লক্ষ্মীর উপাসনা করাও বিধেয়৷রাতে পুজো মুহূর্তে ভোগ প্রসাদ নিবেদন করে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে৷ শ্রীকৃষ্ণের পুজোয় শশা নিবেদন করতেই হবে৷ দীর্ঘ দিন ধরে প্রচলিত হয়ে আসছে এই রীতি৷

পাশাপাশি ক্ষীর, তালের বড়া তো নিবেদন করা হয়।জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করুন বাঁশি এবং তুলসির মালা। মনে করা হয় এতে জীবনের বিঘ্ন কেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *