আজ কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতিকে গ্রেফতার করল সিবিআই

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট, গ্রেফতারির পর জেল হেফাজতে রয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতেই ফের আবার বোলপুরে সিবিআই হানা৷ বোলপুরে হানা দিয়ে অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করল সিবিআই৷

তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পরই তাঁকে আটক করা হয়৷ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত৷ অনুব্রতর একাধিক কাজকর্ম ও ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের উপরে৷ অনুব্রতের বাড়িতেও ছিল তাঁর অবিরাম আনাগোনা৷ এই বছরই কাউন্সিলর নির্বাচিত হন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি৷ 

বুধবার সাতসকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই৷ তাঁকে জেরা করে অনুব্রতর ব্যবসা ও কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিন ঠিক কোন উদ্দেশে বোলপুরে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা তা বোঝা যাচ্ছিল না৷ ভোট পরবর্তী হিংসা মামলায় নাকি অনুব্রত ইস্যুতে তল্লাশি চালানো হচ্ছে, প্রাথমিক ভাবে তা নিয়েই ধোঁয়াশা ছিল।

এদিন প্রথমেই বিশ্বজ্যোতির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি সুদীপ রায়, যিনি আবার মুনের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারি ও বোলপুরের ব্যবসায়ী সুজিত দে’র বাড়িতেও তল্লাশি চলায় সিবিআই৷ 

আপাতত বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ তাঁকে জেরা করে গরু পাচার সংক্রান্ত তথ্যের পাশাপাশি রাইস মিল নিয়েও অনেক কিছু জানা যাবে বলে মনে করা হচ্ছে৷ এদিন সাদা টি শার্ট, মুখে মাস্ক ও টুপি পরে মাথা নীচু করে সিবিআই-এর গাড়িতে ওঠেন মুন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *