উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক DoNER-এর সহযোগিতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে মেঘালয় অনুষ্ঠিত হয়ে গেল রাউন্ড টেবিল বৈঠক। যার লক্ষ্য ছিল মেঘালয় এবং উত্তর-পূর্ব অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনাকে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা। এই বৈঠকের অন্যান্য পার্টনাররা হলেন, ইন্ডাস্ট্রি পার্টনার FICCI, নলেজ পার্টনার EY এবং ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন পার্টনার ইনভেস্ট ইন্ডিয়া।
মেঘালয়ের এই রাউন্ড টেবিল বৈঠকে প্রায় পাঁচ থেকে ছয়টি খাতে বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরা হয়। শহর ও গ্রামীণ এলাকায় পর্যটন খাতে বিনিয়োগের ব্যাপক চাহিদা সহ মেডিকেল ট্যুরিজম, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক মেঘালয়ের বিভিন্ন স্কুল ও তার আন্তর্জাতিক শিক্ষাগত পরিবেশের কথা তুলে ধরা হয়।
অর্থাৎ এক কথায় বলা যায় এই রাউন্ড টেবিল বৈঠকে মেঘালয়ে বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে সরকারি প্রতিনিধি এবং স্টেকহোল্ডারদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।