টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) উত্তরপূর্বাঞ্চলে তাদের ২১তম কাস্টমার টাচপয়েন্ট উদ্বোধন করল। মিজোরামের আইজলে চালু হওয়া জোট টয়োটা (Zote Toyota) ডিলারশিপ এই অঞ্চলে টয়োটার উপস্থিতি আরও মজবুত করল। সেইসঙ্গে গ্রাহকদের পক্ষে টয়োটার প্রোডাক্ট ও সার্ভিস পাওয়া সহজতর হল।
নতুন চালু হওয়া জোট টয়োটা ডিলারশিপে প্রাপ্তব্য সুবিধাবলীর মধ্যে থাকছে ১এস (সেলস) ও ২এস (সার্ভিস ও স্পেয়ার্স) সুবিধা। একইসঙ্গে থাকছে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেলস ও সার্ভিস প্রফেশনালদের একটি টিম। এর ফলে গ্রাহকরা এখানে টিকেএম-এর সুপরিচিত কোয়ালিটি, ড্যুরাবিলিটি ও রিলায়েবিলিটি (কিউডিআর) সুবিধাগুলির অভিজ্ঞতা পাবেন। উল্লেখ্য, সম্প্রতি টিকেএম উত্তরপূর্বাঞ্চলের আসামের গুয়াহাটিতে তাদের প্রথম রিজিওনাল স্টকইয়ার্ড (আরএসওয়াই) ও রিজিওনাল পার্টস সেন্টার (আরপিসি) লঞ্চ করেছে।
আইজলে জোট টয়োটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড স্ট্রাটেজিক মার্কেটিং) অতুল সুদ এবং জোট টয়োটার ম্যানেজিং ডিরেক্টর জোরাম্মাওইয়া তোছাঙ। উল্লেখ্য, টিকেএম ভারতজুড়ে গ্রাহকদের সুবিধার্থে যে ডিলারশিপ নেটওয়ার্ক গড়ে তুলেছে তাতে রয়েছে ৫৯০টি কাস্টমার টাচপয়েন্টে, যার ফলে নতুন বাজারে প্রবেশ করা ও গ্রাহকদের নিকটবর্তী হওয়া সহজতর হচ্ছে।