একটি নতুন ফিল্মের মধ্য দিয়ে পি-অ্যান্ড-জি’র লন্ড্রি ও ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড ‘টাইড’ তাদের নতুন ক্যাম্পেন #টাইডফরটাইম শুরু করল। এই ক্যাম্পেনের মাধ্যমে টাইড দেশের অসংখ্য পরিবারের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছে ওইসব পরিবারে প্রাত্যহিক কাজকর্ম সারতেই পুরো সময়টুকু ব্যয় হয়ে যায়, তাই কিছু করার সময়ই থাকে না আর। ইতিমধ্যে দেশের মানুষ #টাইডফরটাইম ফিল্মটি ৩ মিলিয়নের অধিকবার দেখে ফেলেছেন।
#টাইডফরটাইম ফিল্মে টাইড দেখিয়েছে কিভাবে অতিসহজে পরিবারের সদস্যরা সময় বের করে নিতে পারেন। ‘ডাবল পাওয়ার’ সম্পন্ন টাইড দিয়ে হাতে বা মেশিনে ‘সুপিরিয়র ক্লিনিং’ পাওয়া সম্ভব, যার ফলে কাচাকাচির জন্য দরকার হয় অনেকটা কম সময়।
নতুন ক্যাম্পেন প্রসঙ্গে পি-অ্যান্ড-জি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার ও ফ্যাব্রিক কেয়ারের ভাইস-প্রেসিডেন্ট শরৎ ভার্মা বলেন, #টাইডফরটাইম দ্বারা তারা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন তুলেছেন – ‘আমরা কি সত্যিই কোনও গুরুত্ত্বপূর্ণ কাজের জন্য আমাদের সময় ব্যয় করছি?’ একইসঙ্গে সকলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে টাইডকে কাজে লাগিয়ে ‘সুপিরিয়র ক্লিনিং’ পাওয়ার পাশাপাশি নিজেদের জন্য কিছু সময় বের করে নেওয়া যায় এবং তা কোনও প্রকৃত প্রয়োজনীয় কাজে ব্যয় করা যায়।