অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে তিন দিনের কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি সদর আই সি ডি এস প্রজেক্টের উদ্যোগে গত ২০ শে মার্চ থেকে ২২ শে মার্চ শনিবার অঙ্গন ওয়ারি কর্মীদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জেলা শহরে। বর্তমান সময়ে সমাজের তৃণমুল স্তরে শিশুদের সঠিক পুষ্টি এবং সাস্থ্য বিধি সহ শিক্ষা পৌছে দেবার  অন্যতম শক্তি হলেন আই সি ডি এস কর্মীরা। তবে শুধু মাত্র পোষন বা পুষ্টিকর খাবার দিলেই যে দেশের আগামী প্রজন্ম সঠিক ভাবে গড়ে উঠবে এমনটা নয় ,পোষণ এর সঙ্গে অবশ্যই প্রয়োজন শিক্ষা।

ছাড়াও বিভিন্ন কেন্দ্রে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ,তাদের ক্ষেত্রে কি কি করণীয় সেটিও একটি গুরুত্বপুর্ন বিষয়। এই বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা যাতে অঙ্গন ওয়ারি কর্মীরা নিতে পারেন সেই কারণেই এই তিন দিনের বিশেষ কর্মশালা বলে জানান সদর মহকুমা শাসক তোমজিৎ চক্রবর্তী।

পোষণ এবং পঠন কর্মশালায় অংশ নিতে আসা অঙ্গণ ওয়ারি কর্মী আলপনা সরকার বলেন, মূলত পোষন বা পুষ্টির সঙ্গে শিশুদের শিক্ষার বিষয়গুলো নিয়ে কি ভাবে আমরা কাজ করবো সেই ব্যাপারেই এই কর্মসালা , এছাড়া কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিভাবে তাদের মতো করে শিক্ষা এবং পোষন বা পুষ্টি প্রদান করতে হবে সেই বিষয় গুলো এই কর্মশালা থেকে জেনে আমরা সমৃদ্ধ হলাম অনেকটাই।