আজ থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষাকে সম্পন্ন করতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষ। গতবার এই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার।ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি। ২৩ টি জেলাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি।
এবছর দার্জিলিং জেলাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 19882 জন। জানা গিয়েছে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তবে তার এক ঘন্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনওভাবেই যাতে পরীক্ষাহলে কোনওরকম টোকাটুকি না হয় বা প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য কঠোরভাবে নজরদারি চলবে সংসদের। কড়া নিরাপত্তার বলয়ে চলবে পরীক্ষা।