কোটি কোটি সম্পত্তির মালিক তৃণমূলের এই প্রার্থীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবছর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১৩ নম্বর আসন থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কৌশিক মাহাতো। হিলি ব্লকের ধলপাড়া ও বিনশিরা এই দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই আসন।

হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিধাই এলাকার বাসিন্দা কৌশিক মাহাতো। মনোনয়ন পেশের সময় কৌশিকের জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেতার ও তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি ও নগদ অর্থের পরিমাণ প্রায় এক কোটি টাকা। কৌশিকের মদ ও ইম্পোর্ট-এক্সপোর্টের ব্যবসা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকুর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১০ লক্ষ টাকা। নগদ ৫০ হাজার টাকা হাতে রয়েছে। হাতে রয়েছে নগদ ২৫ হাজার টাকা। বিনিয়োগও করেছেন কয়েক লক্ষ টাকা। তার বাড়ি ও জমি মিলিয়ে প্রায় ৭০ লক্ষের সম্পত্তি। রয়েছে প্রায় ৯ ভরি সোনার গয়না। একটি মোটর বাইক ও একটি চারচাকা গাড়ি রয়েছে। নিজস্ব বাড়ির পাশাপাশি একটি গেস্ট হাউজও রয়েছে। তৃণমূল প্রার্থীর এই আকাশছোঁয়া সম্পত্তি দেখেই রীতিমতো হা সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *