এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা পাবে রেশন এবং চিকিৎসা

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয় আদালতে। মামলা শুরু হলে কোর্টের তরফে জানানো হয়, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন দিতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলা শুরু হতেই রাজ্যকে একাধিক বিষয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ আদালত। পাশাপাশি জানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিটি অভিযোগের জন্য এফআইআর দায়ের করতে হবে৷ একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে চাপের মুখে রাজ্য সরকার৷

প্রসঙ্গত, ২রা মে-র পর থেকেই বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয় বিজেপি সহ বিরোধী দলগুলো। রাজ্য প্রশাসন পদক্ষেপ না করায় আদালতের দ্বারস্থ হন আক্রান্তরা। হাই কোর্টের নির্দেশেই গত ২৪ জুন মানবাধিকার কমিশনের সাত সদস্যের কমিটি রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসে। রাজ্যের মোট ১৬৮ জায়গায় ঘুরে দেখেছে মানবাধিকার কমিশনের দল। অন্যদিকে মানবাধিকার কমিশনকে রাজ্যের অন্য প্রান্তে যাওয়ার জন্য ১৩ জুলাই অবধি সময় দেওয়া হয়েছে। সেদিনই কমিশন পরবর্তী পর্যায়ের রিপোর্ট দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *