এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল পোল্যান্ডেও

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আঁচ এসে লাগল পড়শি পোল্যান্ডের গায়ে৷ ইউক্রেনের প্রতিবেশি পোল্যান্ডের মাটিতে আছড়ে পড়ে রাশিয়ার ছোড়া একটি মিসাইল৷ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান দু’জন৷ ইতিমধ্যেই ন্যাটোর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

এদিকে, এই ঘটনার পরেই রশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে পোলিস সরকার৷ এক বিবৃতিতে পোল্যান্ডের বিদেশমন্ত্রী বলেছেন, এই বিষয়ে অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে৷ জানা গিয়েছে, পূর্ব পোল্যান্ডের প্রজেউডো গ্রামে রুশ মিসাইল আছড়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, ইউক্রেনকে নিশানা করে যে ক্ষেপণাস্ক্র ছোড়া হয়েছিল, সেটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে ইউক্রেন লাগোয়া পোল্যান্ডের ওই গ্রামে গিয়ে পড়ে। তদন্তের কাজে সম্পূর্ণভাবে পোল্যান্ডকে সাহায্যের আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস৷

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ তবে থেকে এই প্রথম ন্যাটো ভুক্ত কোনও দেশে হামলা হল। মিসাইল হামলার পর ওই গ্রামে বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়। গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও, সেই দায় ঝেড়ে ফেলেছে মস্কো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *