বহুদিন ধরেই শতরান অতিক্রম করে সেই ঘরেই ঘোরা ঘুরি করছে পেট্রোলের দাম। এবার তার সেঞ্চুরি করার তিন মাসের মধ্যেই শতরান করে ফেলল ডিজেলও! এখন দুই জ্বালানির দাম ১০০-র উপরে পশ্চিমবঙ্গে। রাজ্যের দুই জেলা যথাক্রমে আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায় ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ৭ পয়সা এবং ১০০ টাকা ১৪ পয়সা। জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আবারো দাম বাড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।
এখনই যা পরিস্থিতি তাতে বাজারে সমস্ত জিনিসের দাম প্রায় অগ্নিমূল্য। শাকসবজি থেকে শুরু করে মাছ এবং মাংস, আগের তুলনায় অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি অবশ্য ভাবে চিন্তায় ফেলে দিয়েছে মধ্যবিত্তকে। পণ্যসহ যে কোন পরিবহনে এখন মূলত ডিজেলের ব্যবহার হয়ে থাকে। তাই এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
এখন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডিজেলের এই দাম বৃদ্ধি হলেও আগামী কয়েকদিনে অধিকাংশ জেলায় তার দাম এই ভাবেই বাড়বে বলে অনুমান করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কলকাতাতেও ডিজেলের দামের শতরান হবে বলে ধারণা। বাড়তে বাড়তে আদতে জ্বালানির দাম কত গিয়ে পৌঁছবে তা নিয়েও এখন অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে।