এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

একের পর এক ভাইরাসের কবলে পড়ছে দেশ। দিন দিন বেড়ে চলছে আতঙ্ক। এরই মাঝে হদিশ মিলেছে মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু’র মতো ভাইরাসের। এবার জানা গেল, খোদ কলকাতায় পাওয়া গিয়েছে পোলিওর জীবাণু! এই নিয়ে এখন বিরাট উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, মেটিয়াবুরুজ এলাকায় পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। কিন্তু কী ভাবে এই ভাইরাস এল এখন তা কিছুতেই বুঝে উঠতে পারছে না বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, কিছুদিন আগে মেটিয়াবুরুজ এলাকায় একটি নর্দমার জল পরীক্ষা করার সময় এই পোলিওর জীবাণুর হদিশ মিলেছে। এর খোঁজ মেলার পর থেকেই শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জরুরি বৈঠক পর্যন্ত করা হয়েছে বলে খবর।

একই সঙ্গে সতর্ক বার্তা দিয়ে জানান হয়েছে, পেটখারাপের সমস্যা বা পোলিওর কোনও ন্যূনতম উপসর্গ নিয়ে কোনও শিশু হাসপাতালে ভর্তি হলে বা চিকিৎসকের কাছে গেলে তার ওপর বিশেষ নজর রাখতে হবে। কোনও ভাবে তাকে অবহেলা করা যাবে না। এতদিন ধরে অবশ্য পোলিওর টিকাকরণ চলছে জোর কদমেই। এবার তা আরও বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে হাওড়ায় শেষবার পোলিওর জীবাণু ধরা পড়েছিল। তারপর ২০১৪ সালের ২৭ মার্চ পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত। এখনও পর্যন্ত গোটা দেশে আর পোলিওর কথা শুনতে পাওয়া যায়নি। কিন্তু এবার ফের ৮ বছর পর কলকাতায় পোলিওর জীবাণু মিলেছে এমন খবর মেলায় আতঙ্ক বেড়েছে। তাহলে কি ভারত আর এখন পোলিও মুক্ত নয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *