এবার বিতর্কিত মন্তব্য নিয়ে জবাব নোবেলজয়ীর তরফে

বিগত বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অমর্ত্য সেন৷ নোবেল পাওয়া নিয়ে সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ তাঁর দাবি, ‘অমর্ত্য সেন নোবেল পাননি, উনি নোবেল পেয়েছেন বলে দাবি করেন৷’ বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্যের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়৷

নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনেরা। বিশ্বভারতীর উপাচার্যের এহেন মন্তব্যের প্রেক্ষিতে এবার কড়া জবাব নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তিনি বলেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘উপাচার্য তো অনেক কথাই বলেন৷ আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন৷ উনি এমনও বলেন, আমি নোবেল পেয়েছি বলে দাবি করি… এমন হলে বলতে হবে তিনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না।’

এর আগে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিদ্যুৎ বলেছিলেন, নোবেল প্রাইজর যে ডিড (উইল) তৈরি হয়েছিল, সেখানে বলা আছে ৫ জনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। যে ৫টি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলি হল- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য আর বিশ্বশান্তি। বিদ্যুতের কথায়, ‘‘এই পাঁচটি বিষয়ের বাইরে আর কারও নোবেল পাওয়ার কথা নয়। পরবর্তী কালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক এগিয়ে আসে। তাদের দেওয়া অর্থেই অর্থনীতিতে একটা পুরস্কার চালু হয়। যার নাম ব্যাঙ্ক অব সুইডেন প্রাইজ ইন ইকনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। সেটাকে নোবেল পুরস্কার বলা যায় না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *