সম্প্রতি এক জল্পনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে চলছিল একাধিক জল্পনা। এরই মাঝে হবে মাত্র কয়েকদিনই হয়েছে আমেরিকা থেকে ফিরেছেন চিকিৎসা করিয়ে ফিরেছেন তিনি।
আর এবার সরাসরি অস্ট্রেলিয়া থেকেই আমন্ত্রণ পেলেন অভিষেক। স্পেশাল ভিজিট প্রোগ্রামে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। অভিষেকের সেই সফরের যাতায়াত, থাকা, খাওয়া সব দায়িত্ব নেবে অস্ট্রেলিয়ার সরকার। অনেকের মতে, এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও নিবিড় হবে।
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বরাবরই সুসম্পর্ক রয়েছে। মনে করা হচ্ছে চলতি বছরেই অস্ট্রেলিয়া যেতে পারেন অভিষেক। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দফতরের একটি বিশেষ প্রকল্পে তিনি আমন্ত্রিত হয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার একাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ীরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।