এবার সচেতনতার বৃদ্ধিতে জলপাইগুড়ি হাসপাতালে কড়া নজরদারি জেলা প্রশাসনের

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি  এলাকায় জলপাইগুড়ি সদর ব্লকের তরফ থেকে ড্রেন পরিষ্কার সহ যানজটমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

ক্যাম্প করে সচেতনতা বৃদ্ধিতে চলবে মাইকিং প্রচার। বসানো হবে আয়রন কেজ। এখানেই প্লাস্টিকের ক্যারি ব্যাগ, চায়ের কাপ ইত্যাদি ময়লা আবর্জনা ফেলার আবেদন করা হবে বলে জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার টেলিফোনে জানান।