এবার রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে মিলবে রেশন

তৃতীয়বার মুখ্য মন্ত্রী হয়ে ফেরার আগে থেকেই চালু হয়েছিল একের পর এক প্রকল্প। এর মধ্যে সব চেয়ে বড় হল দুয়ারে সরকার যা সাড়া ফেলেছে গোটা রাজ্যে। এরই পাশাপাশি ঘোষণা করা হয়েছিল দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। সেই কথা মতো মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেবে সরকার৷ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হচ্ছে। এবার মঙ্গল থেকে শুক্রবার, সপ্তাহে চারদিন উপভোক্তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। সেই মতো রেশন ডিলাররা গাড়ি করে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। তবে কোনও কারণে কেউ বাড়ির সামনে থেকে রেশন সংগ্রহ করতে না পারলে, তাঁদের জন্য থাকছে বিকল্প বন্দোবস্ত।

খাদ্য দফতর এই সংক্রান্ত একটি গাইডলাইন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। ওই গাইডলাইনে বলা হয়েছে,  দুয়ারে রেশন প্রকল্পটি চালানোর জন্য ডিলারদের মোট ১৬ টি ‘ক্লাস্টার’ তৈরি করতে হবে। মাসে নির্দিষ্ট দিনে ওই ক্লাস্টার এলাকা থেকে গ্রাহকরা খাদ্য সরবরাহ করবে৷ প্রতি মাসে সপ্তাহের কোন দিনে কোন ক্লাস্টারে খাদ্য দেওয়া হবে সেটা নির্দিষ্ট রাখতে হবে। ক্লাস্টার এমনভাবে তৈরি করতে হবে যাতে ওই এলাকায় এক দিনের মধ্যে সব গ্রাহকের কাছে পৌঁছে খাদ্য সরবরাহ করা যায়। যাঁরা বিশেষ কারণে বাড়ির সামনে থেকে খাদ্য সংগ্রহ করতে পারবেন না তাঁরা শনিবার দ্বিতীয় অর্ধে ও রবিবার প্রথমার্ধে রেশন দোকান থেকেই খাদ্য সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *