এবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

উদ্বেগ বাড়লো এবার আরও বেশি। সবে মাত্র কদিন হল করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছিলো রাজ্য। এরইমধ্যে রাজ্যে আবার দেখা দিল করোনার নতুন রূপ। তবে আশঙ্কাই সত্যি হতে চলেছে? আশঙ্কা প্রথম থেকেই করা হয়েছিল যে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠবে ভাইরাসের ‘ডেল্টা’ প্রজাতি। বঙ্গবাসীর উদ্বেগ বাড়িয়ে কেন্দ্র আজ জানাল, দেশের যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। গোটা দেশে চতুর্থ স্থানে রয়েছে এ রাজ্য। ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে আশঙ্কার কালো মেঘ জমছে বাংলার আকাশে। সংক্রমণের প্রশ্নে ‘ভ্যারিয়েন্ট অব কনর্সান’ তালিকায় থাকা স্ট্রেনগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ডেল্টা প্রজাতি। তথ্য বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ১ হাজার ৩৯৭ জনের শরীরে এই প্রজাতির ভাইরাসের হদিস মিলেছে। আক্রান্তদের মধ্যে মাত্র চারজন বিদেশ থেকে এসেছেন, বাকি সবাই এই রাজ্যের বাসিন্দা।

স্বাস্থ্যকর্তাদের ব্যাখ্যা, মোট ভিওসি সংক্রমণের ৯০ শতাংশ ডেল্টা প্রজাতি পাওয়ার অর্থ, আরও এক বার স্পষ্ট হল, বাইরে থেকে নয়, পশ্চিমবঙ্গের স্থায়ী জনগোষ্ঠীতে ডেল্টা প্রজাতি ছড়িয়ে পড়েছে। যা উদ্বেগের। কারণ এটি যেমন অন্যদের তুলনায় বেশি সংক্রামক, তেমনই এদের হামলায় ফুসফুসের অনেক বেশি ক্ষতি হচ্ছে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে দেশে এখনও পর্যন্ত পরীক্ষার জন্য সংগৃহীত নমুনার মধ্যে কমপক্ষে ২১ হাজার নমুনায় ভিওসি পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *