এবার বিতর্কে জড়ালেন অমর্ত্য সেন

আবারও নতুন করে শুরু জল্পনা। একের পর এক বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবার বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক৷ এবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু জমি দখলই নয়, অবিলম্বে সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে অমর্ত্য সেনের কাছে। অভিযোগ, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷

১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে৷ এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁদের তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এ নিয়ে রাজ্য সরকারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে।

বিশ্বভারতীর কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে চিঠি পাঠানো হয়েছে৷ এখানে অনেকগুলি মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যাচারের উত্তর দেওয়ার আগে, আমি পরীক্ষা করে দেখব যে তাঁরা কী ভাবে এই কথা বলছেন।’ প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘যদি আইনজীবী মনে করেন যে এই মিথ্যা অভিযোগের জবাব দেওয়া দরকার, তাহলে আমি আইনের দ্বারস্থ হব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *