এবার দুর্নীতি মামলায় জুড়ছে নয়া নাম

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার কার্যত কোমর বেঁধে অ্যাকশনে নেমেছে সিবিআই।

সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে দাবি করা হয়েছিল, নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষায় একপ্রকার ‘ছেলেখেলা’ হয়েছে। যোগ্যতামান অর্জনে ব্যর্থ হলেও একইদিনে ২৯ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অবৈধ নিয়োগের অর্ডারে স্বাক্ষর করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়।

তবে এবার এই মামলাতেই এক আইএএস অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ সিবিআইয়ের। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ডিএলবি তথা ডিরেক্টরেট অফ লোকাল বডিজের ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকা এবার প্রশ্নের মুখে!