করোনাভাইরাসের আতঙ্কে জর্জরিত সাধারণ মানুষ। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল।
কিন্তু আচমকাই গত ক’দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে আছে দৈনিক সংক্রমণ। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৭২ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ০৭ হাজার ০৫০ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৬৫ জনের।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৩০৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৩ হাজার ০৬০ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ১০ হাজার ০০৬ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৭২ শতাংশে।
এদিকে জানা গিয়েছে, ভারতের ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের মোট সংখ্যার প্রায় ৭৭ কোটির মধ্যে মাত্র ১২ শতাংশ নিয়েছেন কোভিডের বুস্টার টিকা। এমনকি এও জানা গিয়েছে, দেশের একাধিক রাজ্যে বুস্টার টিকাদানের হার ১১ শতাংশ কিংবা তার চেয়েও কম।
এইসব রাজ্যগুলির মধ্যে আছে গোয়া, পঞ্জাব, হরিয়ানা। সরকারি তথ্য এটাও বলছে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বিপজ্জনক বয়ঃসীমার প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে মাত্র ৩৫ শতাংশ বুস্টার টিকা নিয়েছেন। সুতরাং এক কথায়, ভারতে কোভিড বুস্টার টিকা নেওয়াতে ব্যাপক অনিচ্ছা দেখা দিয়েছে।