কিছুটা স্বস্তি মিললেও আবারো চিন্তার ভাঁজ সংক্রমণের সংখ্যায়

বেশ কিছুদিন স্বস্তির পর আবারও উদ্বেগ বাড়ল দেশের করোনা সংক্রমণে। বিগত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের প্রতিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।

একদিনে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জন। সংক্রমণের পাশাপাশি চিন্তা বাড়াল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৩০ জনের। মৃত্যু হয়েছে মোট ৪ লাখ ৪ হাজার ২১১ জনের। এই ঘটনা করোনার তৃতীয় ঢেউয়ের সূচনা বলেই আশঙ্কা প্রকাশ করেছেন করছেন বিশেষজ্ঞদের একাংশ। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ আগের দিনের থেকে কম হলেও সংক্রমণের মোট হার নিম্নমুখী হয়েছে। যদিও এর দৈনিক হার বেড়ে হয়েছে ২.২৯ শতাংশ। পাশাপাশি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে প্রায় ১০ হাজার সংক্রমণ হতে পারে বলে জানানো হয়েছে রিপোর্টে, যা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *