পূজার মরসুমে অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের নিচে চলে এসেছে। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আজ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, গত ২৪ ঘণ্টায় দৈনিক অ্যাকটিভ কেসও কমেছে ভারতে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩১১ জনের। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ১৯১ জন। এই একই সময়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৫৯ জন। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ২০৯ জন যা বিগত ২৫২ দিনের সর্বনিম্ন। দেশের মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৭৪০ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১০৭ কোটি ২৯ লক্ষ ৬৬ হাজার ৩১৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪১ লক্ষের বেশি।
উল্লেখ্য, দেশের যে সমস্ত জেলা টিকাকরণে অনেকটা পিছিয়ে, সেখানে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। আজ, বুধবার সেই ‘হর ঘর দস্তক’ অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। পজিটিভিটি রেট ২.২০। রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৪৯ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এখনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১৩৫ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮ জন। চতুর্থ স্থানে হুগলী। সেখানে একদিনে সংক্রমিত ৭০ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ জন।