সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় পদ থেকে সরেও চর্চার কেন্দ্রবিন্দুতে এখনও সেই বিনীত। বর্তমানে এডিজি অ্যান্ড আইজিপি, এসটিএফ পদে পাঠানো হয়েছে তাকে।
আগেই বিনীতের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অমৃতা পাণ্ডে নামের এক আইনজীবী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।
দু’পক্ষের বক্তব্যের ভিত্তিতে শুনানিতে কোনও মন্তব্য করেননি প্রধান বিচারপতি। যেহেতু আরজি কর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন তাই হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে। আপাতত জুডিশিয়াল প্রটোকল মেনে এই মামলা মুলতবি থাকবে। শীর্ষ আদালতে মামলার শুনানি রয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর। তাই আপাতত হাইকোর্টে অস্বস্তি কাটল না সদ্য প্রাক্তন সিপি বিনীত গোয়েলের।