বক্সা পাহাড়ে নেই মোবাইল নেটওয়ার্ক, সেজন্য ভোট কর্মীদের দেওয়া হলো স্যাটেলাইট ফোন

নেই মোবাইল নেটওয়ার্ক ভোট কর্মীদের সাথে যোগাযোগের জন্য,তাই দেওয়া হলো স্যাটেলাইট ফোন।পাশাপাশি, দেওয়া হলো ‘ওয়াটার প্রুফ ব্যাগ’ সহ অন্যান্য সামগ্রী।আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হলো।

 কেননা পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে হাটাপথে যেতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্র গুলিতে। সেখানে ভোটকর্মীদের সাথে মোবাইলে যোগাযোগ প্রায় অসম্ভব। তাই কমিশন যাতে প্রতি মুহুর্তের খবর পেতে পারে সেজন্য সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পাশাপাশি, পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনো অঘটনে ইভিএমের ক্ষতি না হয় সেজন্য দেওয়া হলো বিশেষ ‘ওয়াটার প্রুফ ব্যাগ’।মূলত বক্সার এই তিনটি বুথ ১১/২৩৩,১১/২৩৪,১১/২৩৫ এই তিনটি বুথের জন্যই এই ব্যাগ ও স্যাটেলাইট ফোন দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে।জানা গিয়েছে, এই ব্যাগ মূলত উত্তরাখণ্ডের দুর্গম এলাকায় যাওয়ার জন্য ব্যবহার করা হতো।