বড় বিনিয়োগ হতে চলেছে বঙ্গে

সুখবর, বড় অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। খুব শীঘ্রই বাংলায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস গ্রুপ। অগামী তিন বছরের মধ্যেই প্রায় ১০০০ টাকার লগ্নি করা হবে রাজ্যে। যার একটা মোটা অংশ খরচ হবে হাসপাতালে ও রিয়েল এস্টেট ব্যবসার খাতে। ২০২২-২৩ আর্থিক বছরেই পিয়ারলেস গ্রুপ অন্তত ৬৩৫ কোটি টাকা আয় করেছে বলে খবর।

পাশাপাশি, কলকাতায় তাদের যে সম্পত্তি রয়েছে সেগুলি সংস্কার করার জন্য তারা প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করতে পারে। সূত্রের খবর, ১৫ তলা রিটেল কমার্শিয়াল রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরির পরিকল্পনা নিয়েছে পিয়ারলেস গ্রুপ।

এই প্রোজেক্টের জন্য থাইল্যান্ডের একটি সংস্থার সাথে হাত মিলিয়েছে কোম্পানিটি। জানা যাচ্ছে, রাজারহাটে প্রায় ৬.৪ লাখ বর্গ ফুটের উপর তৈরি করা হবে এই প্রোজেক্ট। প্রাথমিকভাবে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রোজেক্টের জন্য। তারসাথে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর-ও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *