বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ঝুলছে ২৬ হাজারের চাকরি।
বহু টালবাহানার পর এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। এরই মধ্যে কিছু নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, অযোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যা ৫ হাজার ৩০৩ জন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এমনকি যোগ্য ও অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি।