পুরুষদের জন্যেও রয়েছে প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এই প্রকল্প।

বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন ১০০০ টাকা করে। আর তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন ১২০০ টাকা। তবে শুধু মহিলারাই ননা রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা রয়েছে পুরুষদের জন্যও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হল ‘যুবশ্রী’ প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন । রাজ্যের কর্মহীন যুবসমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে তার জন্যই এই আর্থিক সাহায্য করা হয়।