বারংবার নিষেধ সত্বেও, মানা হচ্ছে না নিষেধাজ্ঞা। শহরের বুকে একাধিক বহুতল হেলে যাওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণ, সামনে এসেছে বহু ঘটনা, চাপে পড়েছে কলকাতা পুরসভা। এই আবহে অবৈধভাবে জমি দখলের ঘটনায় অভিযোগের তীর কেএমসির এক প্রাক্তন অ্যাসসি কালেক্টরের বিরুদ্ধে!
অভিযোগ কানে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। গত ৭ ফেব্রুয়ারি টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেছিলেন ডায়মন্ড হারবার রোডের বেহালা থানার অধীন অঞ্চলের শুভাশিস দত্ত নামের একজন বাসিন্দা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। একথা শোনার পরেই মেয়র ফিরহাদ প্রশ্ন করেন, এই ধরণের ঘটনা কেন ঘটেছে? সেই সঙ্গেই তদন্তের নির্দেশ দেন তিনি।
সেই তদন্তের প্রাথমিক রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, এই কাজের জন্য পুরসভার একাধিক বিভাগের অনুমোদন মিলেছিল। পুরসভার একাধিক বিভাগের তরফ থেকে অনুমোদন পাওয়ার বিষয়টি থেকে আবার বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।