কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহার:- ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুবসমাজ সেই সময়ই ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা। মাথাভাঙ্গা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললেও অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ শহরবাসীর। তবে সম্প্রীতি নজরে আসে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের যুবক-যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। নজরে আসামাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে। ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে।

রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে দেয় বিক্রেতা। সেই দামেই কিনতে রাজি হয়ে ক্রেতার ছদ্মবেশে থাকা এক যুবক বিক্রেতার দেওয়া ঠিকানায় আনতে যায় ব্রাউন সুগার। বিক্রেতা বেরিয়ে আসতেই সকলে মিলে ধরে ফেলে তাকে। তারপরে তাকে নিয়ে আসে ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে।এরপর খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ এসে ওই বিক্রেতাকে আটক করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানায়।

ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ জানান আমার ওয়ার্ডের ছেলে মেয়েরা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই এলাকার যুবকদের নিয়ে সেই আসল বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেই। আশা করছি পুলিশ প্রশাসন ঘটনার জোড়ালো তদন্ত করবেন। এর পাশাপাশি শহরকে নেশা মুক্ত রাখতে সব সময়ই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব বলেও জানান তিনি।এদিকে যুব সভাপতি নয়নজ্যোতি সাহা জানান শহরে  যুবক-যুবতী নেশায় আসক্ত হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসন ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে যাতে করা পদক্ষেপ নেয় তার আবেদন জানিয়ে আমরা লিখিত অভিযোগ দায়ের করব থানায়।