সারা পৃথিবীর সাথে জলপাইগুড়িতেও বিশ্ব প্রতিবন্ধী দিবস উৎযাপন। রেলির সাথে বিভিন্ন সামাজিক কাজ। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও জলপাইগুড়ি ওয়েলফেয়ার এর ব্যবস্থাপনায় একটি রেলির আয়োজন ও সাথে বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে। জলপাইগুড়ি ক্লাব রোডে ওয়েলফেয়ার অবস্থিত।
এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সাথে মেয়েদের নিজের হাতে তৈরি বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিসের স্টল ও এখানে দেবা হয়। আর এই দিনটিকে সামনে রেখে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটিতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্বরা এখানে অংশ গ্রহণ করে।
এই মিছিল টিতে উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরাও। এরপর তাদের বিভিন্ন দাবি-দাবা জেলা শাসকের কাছেও পেশ করা হয় এই দিনটিকে সামনে থেকে। তবে এই বছর ওয়েলফেয়ারের মঞ্চ থেকেই জেলাশাসক প্রতিবন্ধীদের দাবি দাবা নিজের হাতে তুলে নিয়েছেন এমনটাই জানা গেছে।