বিগত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্য

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গার অবস্থা এখন ভেনিস শহরের মতো হয়ে গেছে। এমনি ট্রোল চলছে সোশ্যাল মিডিয়াতে। চারিদিকে শুধু জলমগ্ন পরিস্থিতি। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে গোটা রাজ্য জলমগ্ন। অধিকাংশ জায়গায় এখনও হাঁটু-জল। এই পরিস্থিতিতে শনিবার সকালে ফের বৃষ্টি শুরু কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কায় রাজ্যবাসী। জলের তলায় রয়েছে শহর কলকাতা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল পাতিপুকুর এলাকার একটি বাসের ছবি। দেখা গিয়েছিল, গোটা বাসটিই জলের তলায়। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। জল নামার আগেই শনিবার সকালের এই বৃষ্টির জেরে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন সকলেই।

উল্লেখ্য, নিম্নচাপের আশঙ্কা দেখা দেওয়ার পরই কলকাতা পুরসভা-সহ শহরতলির সবকটি পুরসভাই জল নামানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। সর্বত্র রাস্তায় পোর্টেবল পাম্পও লাগানো হয়েছিল। বিভিন্ন অঞ্চলে জল নামানোর কাজও খুব দ্রুত হয়েছে। উত্তর কলকাতার নিচু এলাকা আমহার্স্ট স্ট্রিটে বিকেলের পর জল বাড়লেও পুরসভার একাধিক পোর্টেবল পাম্প দ্রুত তা সরিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *