ভাঙলো ঘুম, দীর্ঘ কয়েক বছর পর জেগে উঠলো আবার। উদ্বেগ বাড়িয়ে দীর্ঘ সময় পর জেগে উঠল বিশ্বের প্রায় সব চেয়ে বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি মাউনা লোয়া। আজ থেকে প্রায় ৩৮ বছর আগে ১৯৮৪ সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল এই আগ্নেয়গিরিতে৷ স্থানীয় সময় রাত সাড়ে ১১টা৷ জেগে ওঠে হাওয়াই দ্বীপের উত্তর-পূর্ব দিকে অবস্থিত মাউনা লোয়া৷ গলগল করে বেরতে থাকে লাভা৷ জারি করা হয় জরুরি সতর্কতা৷
হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে মাউনা লোয়া আগ্নেয়গিরি। ১৮৪৩ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩৩ বার লাভা উদগীরণ হয়েছে এর জ্বালামুখ থেকে। দীর্ঘ ৩৮ বছর শান্তই থাকার পর ফের জেগে উঠেছে মাউনা লোয়া। পরিসংখ্যান বলছে, ১৮৪৩-এর পর থেকে এত দীর্ঘ ব্যবধানে শান্ত থাকেনি হাওয়াই দ্বীপের এই আগ্নেয়গিরি। সংলগ্ন এলাকা থেকেও কোনও বিপদের খবর মেলেনি। কিন্তু, অগ্ন্যুৎপাতের পর থেকে দ্বীপে লাভা প্রবাহ শুরু হয়েছে। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷
মাউনা লোয়ার আগ্নেয়গিরি শিখরে লাভার মুখ কিলাউয়া থেকে প্রায় ৩৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কিলাউয়া হল হাওয়াই দ্বীপেরই অন্য একটি ছোট আগ্নেয়গিরি। ২০২১ সালে প্রথম এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ফলে দ্বৈত-অগ্ন্যুৎপাতের ঘটনার সাক্ষী হতে হচ্ছে হাওয়াই-এর মানুষকে। যদিও কিলাউয়ের অগ্ন্যুৎপাত এখনও পর্যন্ত গর্তের মধ্যেই সীমাবদ্ধ।